রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা লরির। ক্ষতিগ্রস্ত চারটি প্রাইভেট গাড়ি। আহত ১। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২টা ৩০মিনিট নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কের রাজাপুর থানার পাঁচলা মোড়ে।

জানা গেছে নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখী লেনের পাঁচলা মোড়ে সিগন্যাল থাকা অবস্থায় দ্রুত গতিতে এসে একটি লরি প্রথমে একটি স্করপিও গাড়ির ধাক্কা মারে। এরপরই পরপর প্রাইভেট গাড়ি গুলির মধ্যে ধাক্কা লাগায় দুমড়েমুচড়ে যায় গাড়ির পিছনের অংশ আবার কোন গাড়ির সামনের অংশ। এই ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।