অবতক খবর,৯ ডিসেম্বরঃ বনহুগলী যুবক সংঘের সম্পাদক শংকর রাউতের উদ্যোগে। ৭০০ জন মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো। ABTA এর টেস্ট পেপার। সামাজিক কর্মকাণ্ডে বরাবরই এগিয়ে এই বনহুগলি যুবক সংঘ। সামনেই মাধ্যমিক পরীক্ষা তাকেই মাথায় রেখে। বরাহনগর শহর সহ তার পার্শ্ববর্তী এলাকার ৭০০ জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল এই মাধ্যমিকের টেস্ট পেপার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়। বরাহনগর পৌরসভার চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলর গন , তাদের উদ্দেশ্য যে সামনে মাধ্যমিক পরীক্ষা যাতে। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তাড়াতাড়ি তাই তাদের এই উদ্যোগ। গত পাঁচই ডিসেম্বর এই টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। এবং ৮ই ডিসেম্বর। তাদের হাতে তুলে দেয়া হল টেস্ট পেপার। শংকর রাউত এর আগে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছিলেন স্কলারশিপ দু হাজার টাকা করে। সমাজের প্রতি তার অবদান অনেক তিনি সবসময় সমাজের পাশে থেকে সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছেন। এই বছর তার অনেক উদ্যোগ দেখা গেছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে তার এই দুয়ারে টেস্ট পেপার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এলাকার অনেক দুস্থ গরিব মানুষ থাকেন তাদের ছেলে মেয়েদেরকে টেস্ট পেপার কিনে দিতে পারে না। কিন্তু শংকর রাউত যেখানে আছেন সেখানে চিন্তা কিসের তিনি থাকতে টেস্ট পেপার কিনতে পারবেন না ছাত্রছাত্রীরা এটা হতেই পারে না। তাই ছাত্র-ছাত্রীরা টেস্ট পেপার কেনার আগেই তাদের হাতে তিনি টেস্ট পেপার তুলে দিলেন। এবং তিনি বলেন শুধু দুয়ারে টেস্ট পেপার নয়, আগামী দিনে। সমাজের উন্নয়নের স্বার্থে তিনি আরো কাজ করে যাবেন। এবার তিনি মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার হাতে তুলে দিলেন। আগামী দিনে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের হাতেও তিনি টেস্ট পেপার তুলে দেবেন বলে জানালেন তিনি।