অবতক খবর,১৫ আগস্ট,মহিষাদলঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে মহিষাদলের কাপাস এরিয়াতে মহত্মাগান্ধী বিশ্ববিদ্যালয়েরর ক্যাম্পাসে মহত্মাগান্ধীর ভাবধারা, চিন্তাভাবনা নতুন প্রজন্মের কাজ তুলে ধরে মহত্মাগান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির কাজের সূচনা করা হয়। সূচনা করেন ভিসি সুব্রত কুমার দে। কোভিড বিধি মেনে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি মহত্মাগান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির কাজের সূচনা হয় এদিন।
এদিন ভিসি সুব্রত কুমার দে জানান, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে গান্ধীজির জীবনকাহিনী, তাঁহার কিছু স্মৃতি বিজড়িত ব্যবহারিক জিনিসপত্র তুলে ধরা ও গান্ধী ভাবধারায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্য সরকারের এই ধরনের প্রয়াসকে সাধুবাদ জানাই।
মহত্মাগান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির কাজের সূচনা হওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে জেলার মানুষ।