সেভেনটি নাইন হার্নেট ব্যাচ তাদের পুনর্মিলনকে একটি অন্যমাত্রায় রূপদান করেছে। এই অঞ্চলে তারাই উল্লেখযোগ্য ভাবে সম্মিলিত হয়ে বিভিন্ন অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সেবাকার্যে ব্রতী হয়েছে। প্রতি বছরই তারা রক্তদান শিবিরের আয়োজন করে মানুষের পাশে দাঁড়ান।
এবার তারা ২২ জানুয়ারি ইটভাটার যে সমস্ত শ্রমজীবী মানুষেরা আর্থিক অনটনের মধ্যে রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই অঞ্চলের ইটভাটাগুলি ভাগীরথীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই ইটভাটার মানুষেরা রীতিমতো শীতার্ত হয়ে পড়ে। তাদের দেহে উষ্ণতার যোগান দিতে এই প্রাক্তনীরা বাইশ জানুয়ারি দেড়শ জনের হাতে পরিধেয় সামগ্রী তুলে দেন। এমন মানুষের সংখ্যা ছিল ১৫০ জন। এদিন এই সমস্ত শ্রমজীবী সাধারণ মানুষের সঙ্গে তারা যৌথভাবে একই পংক্তিতে বসে দ্বিপ্রাহরিক আহার সারেন।
খাদ্য তালিকায় ছিল সামান্য আয়োজন– ভাত ডাল সবজি মুরগির মাংস ও একটি মিষ্টি।