অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : 146 নম্বর BSF ব্যাটেলিয়ানের হাতে ৮৯৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার এক ফেনসিডিল পাচারকারী। জানা যায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সাগরপাড়ার চরকাকমারি বর্ডার দিয়ে ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ।
তারপরই এক পাচারকারী সহ 897 বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। তারপর সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ৮৯৭ বোতল ফেনসিডিল সহ ওই পাচারকারীকে। আজ সাগরপাড়া থানা থেকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে , বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ!