অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    করোনা এর ভয়ঙ্কর দাপটে মানুষ দিশেহারা। বহু মানুষ তাদের কাজ ব্যবসা হারিয়েছে। এমতাবস্থায় অসহায় মানুষদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করে তাদের বেচে থাকার জন্য ৮ দফা দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশ এবং এক প্রতিনিধি দল বিডিও প্রসূন কুমার ধারার কাছে স্মারক লিপি প্রদান করে।

তাদের দাবি গুলির মধ্যে অন্যতম অবিলম্বে প্রত্যেক গরীব পরিবারের এ্যাকাউন্টে মাসে ৭,৫০০ টাকা দিতে হবে,১০০ দিনের কাজকে ২০০ দিনে পরিবর্তিত করে শ্রমিক সহ গ্রামের মানুষদের কাজ দিতে হবে,বিদ্যুৎ বিলের মিটার রিডিং প্রতিমাসে নিতে হবে,ত্রান ও সরকারি সাহায্য বিলিবন্টনে দলবাজী বন্ধ করতে হবে,পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর সমিতির কাজে অর্থনৈতিক হস্তক্ষেপ ও ঠিকাদারদের সাথে অশুভ আতাত বন্ধ করতে হবে এই সব দাবি সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান কর্মসূচী হয়।

এদিন কালিয়াগঞ্জের শহর কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে এসে বিডিও অফিসে জমায়েত হয় কংগ্রেসের কর্মীরা।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লক ও শহর সভাপতি সুজিত দত্ত ও তুলসি জয়সোয়াল সহ কংগ্রেসের নেতা কর্মীরা।তাদের দাবি গুলি না মানা হলে আগামীতে আন্দোলনে নামতে বাধ্য হবে জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে।