অবতাক খবর, শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ :: নবাবের শহর মুর্শিদাবাদে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 তম জন্ম জয়ন্তী উপলক্ষে সমাজের শিক্ষা ও সংস্কারের কাজে যুক্ত ব্যক্তিদের সম্মানিত করা হলো । মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার 16 টি ওয়ার্ডের শিক্ষক পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়ার ও করোনা অতিমারিতে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, পরিষেবা দিয়েছে এমন যোদ্ধাদের সহ মোট 101 জন কে সম্মানিত করল পৌরসভা।
পৌর প্রাঙ্গণে আয়োজিত মঞ্চ মঞ্চে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতিরত্ন সম্মান বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা হাতে তুলে দেন পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী ও অন্যান্য অতিথিবৃন্দ। এলাকার প্রাক্তন বিধায়ক ও শিক্ষক সাগির হোসেন মঞ্চে দাঁড়িয়ে এই সম্মান এর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন । তিনি বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 তম জন্ম জয়ন্তীতে তার সামাজিক অবদান ও সংস্কার মানুষের মনে যে ভাবে জায়গা করে নিয়েছে আগামী আরো দুইশ বছর পরেও তার প্রাসঙ্গিকতা থাকবে।
এদিন মঞ্চে শিক্ষক অদৈত্য মজুমদার ,মায়া লালা সঞ্জীব কুমার ঘোষ , স্বপন কুমার পাল , মনোজ কুমার বিশ্বাস , বিশ্বনাথ পাল , সেলিনা সিংহ রায় ডক্টর সুদীপ্ত পাল সহ এক ঝাঁক শিক্ষক-শিক্ষিকা ও ডাক্তারবাবুদের সম্মানিত করা হয় ও তাদের হাতে মোমেন্টো সম্মান পত্র ও উপহার তুলে দেওয়া হয়।
মঞ্চে একজন সাব-ইন্সপেক্টর ও 3 জন সিভিক ভলান্টিয়ারদের ও সম্মানিত করা হয় । তাদের ভাল কাজের জন্য সাব-ইন্সপেক্টর অনিমেষ মুখার্জি ও সিভিক মিরাজুল সেখ , প্রদীপ মুরারি ও রিয়াজুল শেখ কে মঞ্চের সম্মানিত করেন পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী।
উল্লেখ্য গত সপ্তাহে মুর্শিদাবাদ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তিনজন নাবালিকা রাত এগারোটা নাগাদ কোনো একজনের খপ্পরে পড়ে কলকাতা চুপিসারে চলে যাচ্ছিলেন । এমন অবস্থায় খবর পেয়েই বাইক নিয়ে ছোটাছুটি শুরু করে দেন সিভিক ভলেন্টিয়াররা। লালবাগ থেকে রেজিনগর, বহরমপুর ভাবতার সমস্ত জায়গায় বাস থামিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে একবাস থেকে তিনজন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাছাড়া মানুষের স্বার্থে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজকে সমাজ সংস্কারের কাজে বলে চিহ্নিত করেছে পৌরসভা। তারাও এই সম্মান পেয়ে খুশি।
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মান সমারোহে মঞ্চে থেকেই পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী জানান যে পুরসভা সামনের মোড় কে যেখানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপিত করা হয়েছে সেই মোড় কে বিদ্যাসাগর মোড় হিসেবে নতুন নাম করণ করা হয়েছে।
সেই ব্যাপারে পৌর সভার তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে উপর মহলে জানিয়ে দেয়া হয়েছে। মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ ও সামাজিক কার্য কর্তারা উপস্থিত ছিলেন।