হাতে লও ধান দুব্বা, হও একাগ্র মন
শোনো হে দেশবাসী গণতান্ত্রিক কথন।
শুনিতে শুনিতে ভাবিও ভাষ্য কথা
ভাগ্যলিপিতে কি লেখা আছে
কে জানে তব ভবিষ্যৎ গাথা!

গণতান্ত্রিক রত্নাবলী
তমাল সাহা

১)
আজ খরতপ্ত দিনে বসেছিলাম নটবর ঘাটে
আত্মীয়ার মরদেহ শুয়েছিল খাটে
তখনই শুনতে পাই
আদালতে গণতন্ত্র উঠছে লাটে!

২)
ঠিক করেছে সুপ্রিমবাবু অভি-র থেকে নিয়োগ মামলা ছিনিয়ে!
বেশ করেছে সুপ্রিমবাবু
ডিএ-র শুনানি দুমাস পিছিয়ে!

৩)
গণতন্ত্র ভাঙচুর?
তিনিই সতী কাঁধে নৃত্যরত নটরাজ
চন্দ্রচূড়াতে যাহার তিনিই চন্দ্রচূড়!

৪)
বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা।
৭০ পৌরনিয়োগ দুর্নীতিতেও
সুপ্রিমবাবুর খিল আঁটা!

৫)
ন্যায় অন্যায় পুণ্য পাপ
ঈশ্বর আল্লাহ ধর্ম ভগবান কোথায়?
শাসক ও আদালতের হাতে সব ভেঙে খানখান।

এরপরেও চাও
শ্রীরাম শ্রীকৃষ্ণের অস্তিত্বের প্রমাণ?
তারা কি করে সহ্য করে
মানবতার এতো অপমান !

৬)
অন্ধা কানুন!
নিজে সতর্ক থাকুন।
আপনি অন্ধ হবেন না,
চোখ খুলুন।

৭)
চোখ দেখে, শোনে কান
আদালতও বেচাকেনার দোকান।
তাহলে বাকি রইল কি?
জনশক্তির উত্থান

৮)
এক্ষণে একটাই রাস্তা রাখহে খেয়াল
এই হস্তিমূর্খ কহে গল্পের ম্যরালঃ
ঈশ্বর, গণতন্ত্রের চার স্তম্ভ– সব মিথ্যে।
‘সমস্ত ক্ষমতা জনগণের হস্তে’