অবতক খবর,২৫ ফেব্রুয়ারি,নববারাকপুর : শিশুরা আগামীর উজ্জ্বল ভবিষ্যত। সুনাগরিক হিসেবে তাদের সুপ্ত প্রতিভায় সমাজ তথা দেশের মুখ উজ্জ্বল করবে। রবিবার সকাল থেকেই সেই ভিন্ন রং তুলি আর্ট পেপারে পেনসিল নিয়ে খুদে থেকে বড়রা মেতে উঠল নববারাকপুর ঊর্মিলা ফাউন্ডেশন আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায়। রবিবার সকালে নববারাকপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন ঊর্মিলা ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার নিজস্ব বাসভবনে হল বসে আঁকো প্রতিযোগিতা। কচিকাচাদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
পেনসিল পেপারে রং তুলি জলরং নিয়ে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা ভিন্ন ভাবনায় ছবি আকলেন। শিশু কিশোর দের ছবি আকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি মনোজ সরকার, আরতি দাস মল্লিক, ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যক্ষ তথা পুর প্রতিনিধি দেবাশিস মিত্র সহ সংস্থার মহিলারা।অতিথিদের অভিনব রাজকীয় বরণ এক আলাদা মাত্রা এনে দিয়েছিল। সংস্থার কর্নধার শিক্ষিকা শিখা সরকার জানান ছোট শিশু কিশোর দের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এই বসে আঁকো প্রতিযোগিতা।সফল প্রতিযোগীদের পুরষ্কার প্রদান করা হবে আগামী ২৪ মার্চ বসন্ত উৎসবে।
সংগঠন সারা বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করে থাকে। বিশেষ করে পিছিয়ে পড়া শিশুদের মানোন্নয়নে তাদের শিক্ষার অগ্রগতিতে সংগঠন এগিয়ে চলেছে ।