অবতক খবর,১১ সেপ্টেম্বর: নজরে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। যে যে পৌরসভা অঞ্চলে তৃণমূল খারাপ ফল করেছে এবার সেই সকল অঞ্চলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলো তৃণমূল। ইতিমধ্যেই কাঁচরাপাড়া সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে অভিষেকের টিম সার্ভে করেছে। শহরাঞ্চলের ভোটকে তৃণমূলের বাক্সে নিয়ে আসতে সাংগঠনিক পর্যালোচনা শুরু হয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একাধিক নেতৃত্বের কাছে দলের সদর দপ্তর থেকে বার্তা গিয়েছে। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কারোর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা যাবে না। পাশাপাশি চেয়ারম্যানকে সরানোর দাবিতে অনাস্থা আনবেন না।

অন্যদিকে পৌরসভার সামগ্রিক কাজ স্বচ্ছতার সঙ্গে করা এবং এলাকার মানুষের পাশে থাকার উপর স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্য নেতৃত্ব। আগামী এক বছরের মধ্যে সংগঠনকে শক্তিশালী করে শহরের মানুষের আস্থা অর্জনে বাড়তি গুরুত্ব দিয়েছে তৃণমূল।

জানা গেছে, গত মঙ্গলবার কল্যাণী পৌরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ ২১ জন কাউন্সিলরের সাথে বৈঠক সেরেছেন তৃণমূলের রাজ্য সভাপতি। এই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রায় দু ঘন্টা এই বৈঠক চলে। প্রসঙ্গত উল্লেখ্য,গত লোকসভা নির্বাচনে কল্যাণী পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই খারাপ ফল করেছে তৃণমূল। সংগঠনে কোথায় কি সমস্যা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে তাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে চেয়ারম্যানের নির্দেশে সকল কাউন্সিলরকে একসঙ্গে কাজ করতে হবে, এলাকার মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছেন কিনা সে দিকে বাড়তি নজর দিতে হবে। বিশেষভাবে উল্লেখ করে বলে দেওয়া হয়েছে, কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা প্রকাশ্যে নয় মুখবন্ধ খামে নেতৃত্বকে জানাতে হবে।