অবতক খবর,১৫ সেপ্টেম্বর: এই প্রবল প্রাকৃতিক দুর্যোগে বীজপুর বিধানসভার অন্তর্গত দুটি পৌরসভার অধিকাংশ অঞ্চলই জলমগ্ন হয়ে পড়েছিল। দুই পৌরসভার তৎপরতায় এই জল যন্ত্রনা থেকে অনেকাংশেই মুক্তি পেয়েছেন মানুষ।
তবে কিছু কিছু অঞ্চলে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, রয়েছে রাস্তায় জল। এই প্রাকৃতিক দুর্যোগে প্রতি মুহূর্তে এই দুই পৌরসভার পৌরকর্মীরা বিভিন্ন অঞ্চলে কাজ করে চলেছেন, যাতে মানুষের কোন অসুবিধা না হয়। যাদের ঘরে জল পড়ছে এই বৃষ্টিতে, তাদেরকে ত্রিপলও দেওয়া হয়েছে।
তবে এইসবের মধ্যে দেখা গেল অন্যরকম একটি চিত্র। হালিশহর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিষেবা দিচ্ছেন। অনেক অঞ্চলেই যেহেতু জল জমে রয়েছে সেই কারণে সেখানকার মানুষ ওয়ার্ড অফিসে যেতে পারছেন না তাদের বিভিন্ন কাজে।
তাই তাদের কথা মাথায় রেখে জমা জল উপেক্ষা করে তিনি পৌঁছে গেলেন সাধারণ মানুষের বাড়িতে।
বিভিন্ন কাগজে সই হোক কিংবা বাড়ি বাড়ি গিয়ে খোজে নেওয়া, অথবা কার বাড়িতে ত্রিপল প্রয়োজন সেই সব কিছুরই খেয়াল রাখছেন তিনি এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে।
অন্যদিকে কাউন্সিলরের এহেন কর্মকাণ্ড দেখে খুশি এলাকার মানুষ।