অবতক খবর,৯ ফেব্রুয়ারী : রিষড়া থানার সামনে ১২ ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসেছেন রিষড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং, কারণ জানলে অবাক হবেন আপনিও , তিনি বলেন দীর্ঘদিন ধরে থানার পিছনের একটি জায়গায় নোংরা আবর্জনা ফেলে স্তূপ করা হচ্ছে এবং রাতের অন্ধকারে সেখানে আগুন লাগিয়ে পরিবেশকে দূষণ করা হচ্ছে।

এখান থেকেই ছড়াচ্ছে বিভিন্ন রোগ। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তিনি আজকে থানার সামনে ১২ ঘণ্টা অবস্থান-বিক্ষোভে বসেছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা এলাকার মানুষ। তাঁর দাবি, সরকারি উচ্চপদস্থ একাধিক জায়গাতে জানানোর পরেও কোন সুরাহা হয়নি।

তাই বাধ্য হয়ে আজকে এই ধরনা মঞ্চ করে প্রতিবাদ জানাচ্ছেন। আগামী দিনে যদি আবর্জনা ফেলা বন্ধ না হয় এই আবর্জনা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পরিবেশ দূষণ বন্ধ না করা হয় , তাহলে তিনি আবারও আন্দোলনে বসবেন এবং অনশন করবেন।