অবতক খবর,২১ মার্চ: মূলনিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় যার জমায়েত স্থান হয় শেয়ালদা স্টেশন সাউথ শাখার কাছে সেখান দিয়ে মিছিল করে তারা ধর্মতলা ওই চ্যানেল যায়।
আজকের এই প্রতিবাদ মিছিলের মূলত দাবী হয়…..
ডেউচা পাঁচামিতে উন্নয়নের নামে আদিবাসীদের উপর সরকার দ্বারা অবৈধ ভাবে উচ্ছেদ করা হচ্ছে। তারাই দাবিতে ডেউচা পাঁচামিতে কয়লা খনি বাতিল করতে হবে জল জমির জঙ্গল বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে। আদিবাসী সমাজের অধিকার রক্ষার লড়াই আজকের এই কর্মসূচি। অবিলম্বে কয়লা খনির নামে উন্নয়নের নামে আদিবাসিদের উচ্ছেদ বন্ধ করতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভারতের বৃহত্তম বয়লা খনি নামে এই কয়লা খনি বিকশিত হবে প্রচুর উন্নয়ন হবে প্রচুর লোক জীবন জীবিকা পাবে। কিন্তু আদিবাসী সমুদায় মানুষেরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক বলেছেন কিছু মানুষ হয়তো জীবন জীবিকা পাবে কিন্তু প্রাকৃতির উপরে খুব বেশি চাপ হবে তার ফলে শারীরিক দিক দিয়ে গোটা আদিবাসী সমাজ আক্রান্ত হবে। তাই অবিলম্বে এই কয়লা খনির প্রস্তাব বন্ধ করতে হবে। উন্নয়নের নামে অবৈধ উচ্ছেদ চলবে না।