অবতক খবর,২৮ নভেম্বর: 2023 এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় মাঝিয়ালী উচ্চতর বিদ্যালয় মাঠে। রবিবার দুপুরে এই সম্মেলনে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের ভীড় ছিল লক্ষ্য করার মতো। এদিন মাঝিয়ালি অঞ্চলের পুরাতন বুথ কমিটিগুলোকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার মধ্য দিয়ে এই অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ মাঝিয়ালী অঞ্চলের ৩৩ টি বুথের বিদায়ী বুথ সভাপতি এবং কমিটির সদস্য এবং বিদায়ী অঞ্চল কমিটি আগত তৃনমূল নেতৃত্ব জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, জেলা মহিলা সভাপতি পম্পা পাল, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, জেলা যুব সভাপতি কৌশিক গুন, ব্লক যুব সভাপতি শ্রীবৎস সিংহের সামনে বুথের রিপোর্ট পেশ করেন। বিগত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস ৩৩ টি বুথের মধ্যে ২৩ টি বুথে পিছিয়ে পড়ে। যদিও এই অঞ্চলেই চোপড়া বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নের কাজ হয়েছে। বর্তমানে এই অঞ্চলকে শক্তিশালী করার জন্য সারা বছর ধরে বুথ সম্মেলন করে আসছিল অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তার ফল স্বরুপ আজকের দিনে দাঁড়িয়ে এই অঞ্চলের শক্তি অনেক বেড়েছে। এমনই কথা সম্মেলনে উপস্থিত হয়ে জানালেন জেলা মহিলা সভাপতি পম্পা পাল।