অবতক খবর,২২ জানুয়ারি: 25 লক্ষ টাকা দামের গোল্ডেন তক্ষক সহ 3 জন পাচারকারীকে আটক করে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত। মেঘালয় থেকে আসাম হয়ে ডুয়ার্স পথে শিলিগুড়ি ঢুকার পথে গাজলডোবা এলাকায় গতকাল রাত্রে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা এক প্রাইভেট নাম্বারের ছোট গাড়ি কে আটক করে,যার ভিতরে এক বিশেষ ভাবে বানানো বাক্সে ওই গোল্ডেন তক্ষক টিকে রাখা ছিল।
শিলিগুড়ি থেকে নেপাল হয়ে চীনে পাচার করার জন্য ঐ গোল্ডেন তক্ষকটিকে আনা হয় বলে জানায় আটক হওয়া তিন পাচারকারী।শিলিগুড়িতে 25 লক্ষ টাকার বিনিময়ে হাতবদল হত ঐ গোল্ডেন তক্ষকটি।আন্তর্জাতিক বনপ্রাণীর পাচারের নিরাপদ করিডর হয়ে উঠছে এই শিলিগুড়ি করিডর।উল্লেখ্য গতকাল প্রায় 1 কোটি মূল্যের পেঙ্গলিনের আশ উদ্ধার করে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা।গোল্ডেন তক্ষক পাচারের কাজে তিনজন পাচারকারীকে আটক করে। আটক হওয়া তিনজন প্রাচারকারীর মধ্যে দুইজনের বাড়ি আসামে ও একজনের বাড়ি অরুণাচল প্রদেশ।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।