অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়িতে করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে শিলিগুড়ির সমস্ত ব্যাবসায়ী সংগঠন। কিভাবে শিলিগুড়িতে বন্ধ মোকাবিলা করা হবে তাই নিয়ে বৈঠক করবেন শিলিগুড়ির বিভিন্ন ব্যাবসায়ীক সংগঠন। কিভাবে লকডাউন আরো এগোবে,এবং কোথায় কতদিন ধরে লকডাউন চলবে এই নিয়ে বৈঠক করবে সংগঠন গুলি।

শিলিগুড়িতে রোজ তিনটি কোভিড আক্রান্তদের নিয়ে যে হাসপাতাল এবং নার্সিংহোম ঠিক করা হয়েছে (সরকারী)সেখানে রোজ ভর্তি হচ্ছেন কিংবা টেষ্ট করাতে আসছেন একশো জনের বেশী। বাইরে থেকেও প্রচুর লোক আসছেন চিকিৎসা করানোর জন্য। সবমিলিয়ে এই অবস্থা চলতে থাকলে আগামীতে কোভিড পজিটিভ রোগীদের ভর্তি হবার সম্ভাবনা কমে আসছে। সেক্ষেত্রে বিকল্প ব্যাবস্থা কি হবে তা ঠিক করবার দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাবসায়ী সংগঠনগুলির হাতে। শিলিগুড়ির বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন গুলি জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে নিয়ম মেনে না চললে বাড়তে পারে বিপদ। তাই কি করা উচিত কি উচিত হবে না তা ঠিক করবে ব্যাবসায়ীক সংগঠনগুলি।

বিভিন্ন মার্কেট খোলা থাকলে কি পরিস্থিতি হতে পারে সেটাও লক্ষ করবে সংগঠন। শিলিগুড়িতে প্রতিদিনই বেড়েই চলেছে করোনা সংক্রমন। তাই সেদিকে তাকিয়ে পরিস্থিতির সংগে মানিয়ে চলতে হবে খুব সম্ভবত এই নির্দেশই দেবে বিভিন্ন ব্যাবসায়িক সংগঠন। শিলিগুড়িতে বিভিন্ন এলাকাতে যেভাবে সংক্রমন বাড়ছে তাতে আগামীদিনে হয়ত ব্যাবসায়ীদের বাজারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শুরু করতে হবে।