৩ সিপিএম কর্মী খুনের মামলায় মনিরুল ইসলামের সাথে মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট পুলিশের

বিনয় ভরদ্বাজ, অবতাক খবর, ৯ই ডিসেম্বর :: 2010 সালে সিপিএম কর্মীদের পিটিয়ে হত্যা মামলায় মূল অভিযুক্ত মনিরুল ইসলামের সাথে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে খুনের প্ররোচনা দেওয়ার জন্য চার্জশিট দিল বীরভূম পুলিশ। তবে বিজেপি পুলিশের এই চার্জশিট কে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই দাবি করেছে। অন্য দিকে বীরভূম পুলিশের দাবি যদিও এটি হাই কোর্টের নির্দেশে ফ্রেশ তদন্ত করে পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে যে বীরভূমের বুনিয়াডাঙ্গা গ্রামের 3 সিপিএম কর্মী জাকের আলী,কটান শেখ ও অসুদ্দিন শেখকে বালিরঘাটে এক সালিশি সভায় ডেকে তাদের পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে মনিরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি যদিও 2010 সালে। তখন মনিরুল ইসলাম ফরওয়ার্ড ব্লকের নেতা ও সবে তিনি তৃণমূলে মুকুল রায়ের হাত ধরে যোগ দিয়েছিলেন। মনিরুল ইসলাম তখন গ্রেপ্তার হন ও 3 মাসের জেলও খাটেন। পরে 2011 সালে তৃণমূলের টিকিটে তিনি এলাকা থেকে জয়যুক্ত হয়ে বিধায়ক হন।

বীরভূম পুলিশ তখন মামলার তদন্ত করে 41 জনের নামে চার্জশিট দাখিল করে তাতে মনিরুল ইসলাম বা মুকুল রায় এর কোথাও নাম গন্ধ ছিল না কিন্তু এই পুলিশি মনিরুল ইসলামসহ মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর আবার তদন্ত করে মনিরুল ইসলাম ও মুকুল রায় কে সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য দায়ী করেছে। বীরভূম পুলিশ মোট 63 জনের নামে চার্জশিট দাখিল করেছে এবার আরও 22 জনের নাম যুক্ত হলো।

তবে এই পুলিশের চার্জশিট নিয়ে মুকুল রায় জানিয়েছেন মমতা সরকার তাকে ভয় পাচ্ছে। রাজনীতিক মোকাবিলা করতে পারছেনা। তাই তাকে বিভিন্ন মামলা মোকদ্দমা ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এতে তাদের স্বার্থ সিদ্ধি হবে না। মুকুল রায় জানান এই সরকারের সময় শেষ হয়ে গেছে। মানুষের মনে এই সরকারের প্রতি আর কোনো আস্থা নেই। তাই এই সরকারের নির্দেশে পুলিশও গোলামের মতন কাজ করছে। তারা সরকার নির্দেশে যাকে তাকে বেআইনি ভাবে মামলায় জড়িয়ে দিচ্ছে।