অবতক খবর সংবাদদাতা :: অভিষেক দাস,মালদা:
বৈষ্ণবনগরের বিধানসভার কেন্দ্রের বিজেপির বিধায়কের বসতবাড়ি বাঁচাতে ভাঙণ প্রতিরোধের কাজ করছে কেন্দ্রীয় সরকারের ফরাক্কা বারেজ কতৃপক্ষ। এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নুর।মৌসম বেনজির নুরের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন এলাকার বিজেপির বিধায়ক স্বাধীন সরকার।আর ফরাক্কা ব্যারেজের এমন কাজ নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক চাপানউতোর।

ভাঙন দূর্গত বাসিন্দাদের অভিযোগ ফরাক্কা ব্যারেজের পরিকল্পনাহীন কাজের খতিয়ান দিতে হচ্ছে তাদের। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নদী ভাঙণের কোন আগাম সর্তকবার্তা দিলে এমন বিপদ হতো না তাদের। চাষের জমি থেকে বসতবাড়ি সবই আজ নদীগর্ভে। কোন কিছুই অবশিষ্ট নেই। ছাঁই দিয়ে বস্তা ভরে ভাঙণ রোখার কাজ করছে ফরাক্কা ব্যারেজ। আর এই কাজ নিয়ে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসম বেনজিরে অভিযোগ। তিনি বলেন ফরাক্কা ব্যারেজের এহেন কাজের বিরুদ্ধে মালদার জেলাশাসককে লিখিত অভিযোগ করেছেন। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকেও বিষয়টি জানাবেন। শুধু তাই নয় লোকসভাতেও ফরাক্কা ব্যরেজের বিরুদ্ধে অভিযোগ করবেন। মৌসম বেনজির নুরের এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির বিধায়ক স্বাধীন সরকার বলেন২০১৬ সালে নদীর ভাঙণে তাঁর বসতবাড়ি ভেঙে যায়। তখনও ছাঁই ফেলে বস্তাতে ছাঁই ভরে বাঁধ তৈরী করে ফরাক্কা ব্যারেজ। আজও করছে। তবে এ বছর ভাঙণ কবলিত এলাকায় কাজ করার জন্য ফরাক্কা ব্যারেজের দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি জানান।