অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়ি হাসপাতালে আতঙ্ক এক রোগীকে নিয়ে। শিলিগুড়ি জেলা হাসপাতালে এক অসুস্থ রোগীকে নিয়ে আসেন তার পরিজনেরা। মাথা ব্যাথা এবং অন্যান্য উপসর্গ নিয়ে আসেন ওই রোগী। হাসপাতালের এমারজেনসিতে থাকা ডাক্তার এবং নার্সেরা ওই রোগীকে দেখেই আপত্তি করেন এবং তার আত্মীয়দের জানান অবিলম্বে যেন তাকে নিয়ে যাওয়া হয়। তখনই বেকে বসেন ওই রোগী। তিনি জানান তার করোনা হয় নি এবং যতক্ষন না প্রমানিত হচ্ছে তিনি হাসপাতাল ছেড়ে যাবেন না, বেগতিক দেখে দৌড়ে আসেন হাসপাতালের অন্যান্য ষ্টাফ এবং ডাক্তারেরা । তাদের উদ্যোগে ওই রোগীর পরিক্ষা করানো হয়। পরে ওই রোগী নিজের থেকেই চলে যান।
ওই হাসপাতালের অন্যান্য রোগীরা জানান একটু লক্ষন দেখা দিলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। এটাই ঝামেলার কারন হয়ে পড়েছে।আমরাও নানা উপসর্গ নিয়ে ভর্তি। যেমন আমরা আতঙ্কে থাকি তেমনি আতঙ্কে থাকেন আমাদের পরিজনেরা। তাই বার বার ঘটে চলেছে এই ঘটনা।