অবতক খবর , সংবাদদাতা বর্ধমান :- বেহাল রাস্তা, প্রতিবাদে অবরোধ স্থানীয়দের । বৃহস্পতিবার বর্ধমান কাটোয়া রোডের বিজয়রামের কালিতলা মোড়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে।বর্ষার শুরু থেকেই রাস্তার বেহাল দশা।অথচ জেলার তো বটেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ হল বর্ধমান কাটোয়া রোড।বর্ধমান থেকে কাটোয়া এবং বর্ধমান থেকে মুর্শিদাবাদ যাওয়ার ক্ষেত্রে এই রাস্তায় ব্যবহার করা হয়।স্বাভাবিক ভাবেই এই রাস্তার উপর দিনে ভয়ংকর যানবাহনের চাপ থাকে।বর্ধমান কাটোয়া ও বর্ধমান মুর্শিদাবাদ বাস চলে এই রুটে।অথচ বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কোন হেলদোল নাই।বছর দেড়েক আগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।গোটা রাস্তা সংস্কার হলেও বর্ধমান ঢোকার মুখে বাজেপ্রতাপপুর থেকে দেওয়ানদিঘী পর্যন্ত রাস্তার মাটি খোড়ার পর ওই অবস্থায় পড়ে আছে।গত বর্ষার পর এবারের বর্ষা । কিন্তু রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কোন উদ্যোগ নাই।

খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা লেগেই আছে। গোটা রাস্তার কোথাও কোথাও হাটু সমান জল দাঁড়িয়ে যায় সামান্য বৃষ্টিতে। জল পেড়িয়েই মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়েই। বাস,লরি বা চারচাকা গেলে দাঁড়িয়ে থাকা নোংরা জলের ছিটে লাগছে  ,পথচলতি বা বাইকে থাকে মানুষজনের গায়ে। স্থানীয় বাসিন্দারা বলেন গ্রীষ্মকালে ধূলো আর বর্ষায় জলকাদা নিয়েই তাদের চলতে হচ্ছে। শুকনো অবস্থায় ধূলোর মুখ ঢেকে যায় রাস্তায়। এদিন ঘন্টা দু’য়েক অবরোধ চলার পর পুলিশ গিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। বিভিন্ন যানবাহন আটকে পড়ে অবরোধে।আটকে পড়ে বিভিন্ন রুটের বাসও।