অবতক খবর, সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- রবিবার সকালে মালবাজার ব্লকের মানাবাড়ি চা বাগান এলাকা থেকে উদ্ধার হলএকটি স্ত্রী হস্তিশাবক। এদিন সকালে চাবাগান এলাকায় হস্তীশাবকটিকে দেখতে পান চা বাগান এলাকার বাসিন্দারা। এরপরেই খবর যায় মালবাজার বন্যপ্রাণ দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের বন্যপ্রান স্কোয়াডের কর্মীরা। আসেন চেল, নোয়াম ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। আসে মাল থানার পুলিশ। উদ্ধার করা হয় হস্তীশাবকটিকে।
এলাকার বাসিন্দা অনুজ ওঁরাও বলেন শনিবার রাতে বাগানে বুনো হাতির একটি দল এসেছিল। সেই দল থেকেই কোনোভাবে দলছুট হয়েছে হস্তীশাবকটি। সকালে হস্তীশাবকের কথা লোকমুখে প্রচার হতেই প্রচুর মানুষ এলাকায় ভিড় জমান। বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষন কেন্দ্রে নিয়ে যান বনকর্মীরা। এই প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগের মালবাজার স্কোয়াডের রেঞ্জার বিভূতিভূষণ দাস বলেন, ঘটনাটি ওপর মহলে জানানো হয়েছে।স্ত্রী হস্তীশাবকটি আহত ছিল।প্রয়োজনীয় চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।এটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে।