অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জল মগ্ন হয়ে পড়েছিল ,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন ব্লক। কেমন আছেন ওই সব এলাকার মানুষ তা ক্ষতিয়ে দেখতে স্বশরিরে দলবল নিয়ে , জলমগ্ন এবং দুর্ভোগী মানুষের সাথে কথা বলে ,সেখানকার পৌর বিদায়ি প্রধান ও কাউন্সিল দের সম্পর্কে তাদের ভুমিকা ও কাজ সম্পর্কে কথা শুনে ফেটে পড়েন , বালুর ঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার।
ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার . গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জল মগ্ন হয়ে পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন ব্লক। কেমন আছেন ওই সব এলাকার মানুষ তা ক্ষতিয়ে দেখতে স্বশরীরে দলবল নিয়ে জলমগ্ন দুর্ভোগী মানুষের সাথে কথা বলে সেখানকার পৌর বিদায়ি প্রধান ও কাউন্সিলদের সম্পর্কে তাদের ভুমিকা ও কাজের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ২/৩/১৪/১৫ নম্বর ওয়ার্ডের । উল্লেখ্য ৭ দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উপরি উক্ত এলাকা। কিন্তু তাদের পার্শ্বে দাড়ায়নি কোন এলাকার পৌর প্রতিনিধিরা। পৌঁছে দেননি ত্রান সামগ্রী। তিনি আরও জানান যে সব নিচু এলাকায় এখন জল নামেনি সেখানে এলাকার মানুষ নিজের টাকা খরচ করে পাম্পের সাহায্যে জল নামাচ্ছে।
তিনি বলেন মানুষ যাদের ঘাড়ে দ্বায়িত্ব দিয়েছেন , তারা যেন সাধারণ মানুষের জন্য তাদের পার্শ্বে দাড়ায়।সুকান্ত বাবু আরো জানান, ক্ষমতায় আসার পর এলাকায় জল বের করার কোন পরিকল্পনা নেয় নি।উল্টে প্রাক্তন চেয়ারম্যানের কথা এলাকাবাসী র কাছ থেকে শুনে ক্ষোভ উগরে দেন সাংসদ ডক্টর সুকান্ত বাবু।।
সুকান্ত বাবু আরো জানান, ক্ষমতায় আসার পর এলাকায় জল বের করার কোন পরিকল্পনা নেয় নি।উল্টে প্রাক্তন চেয়ার ম্যানের কথা এলাকাবাসী র কাছ থেকে উনার কথা শুনে ক্ষোভ উগরে দেন সাংসদ ডক্টর সুকান্ত বাবু।।পুরসভার ২/৩/১৪/১৫ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে।
উল্লেখ্য ৭ দিনের টানা বৃষ্টিতে জলঅমগ্ন হয়ে পড়ে উপরি উক্ত এলাকা। কিন্তু তাদের পার্শ্বে দাড়ায় নি কোন এলাকার পুরো প্রতিনিধিরা।পৌঁছে দেননি ত্রান সামগ্রী। তিনি আরও জানান যে সব নিচু এলাকায় এখন জল নামেনি সেখানে এলাকার মানুষ নিজের টাকা খরচ করে পাম্পে সাহায্যে জল নামাছে এলাকার মানুষ।
তিনি জানান মানুষ যাদের ঘাড়ে মানুষ দ্বায়িত্ব দিয়েছন তারা যেন সাধারণ মানুষের জন্য তাদের পার্শ্বে দাড়ায়।
সুকান্ত বাবু আরো জানান, ক্ষমতায় আসার পর এলাকায় জল বের করার কোন পরিকল্পনা নেয় নি।উল্টে প্রাক্তন চেয়ারম্যানের কথা এলাকাবাসী র কাছ থেকে শোনার পর ক্ষোভ উগরে দেন সাংসদ ডক্টর সুকান্ত বাবু।। সহ জেলার বিভিন্ন ব্লক। কেমন আছেন ওই সব এলাকার মানুষ তা ক্ষতিয়ে দেখতে স্বশরিরে দলবল নিয়ে জলমগ্ন মানুষের সাথে কথা বলতে গিয়ে সেখান কার দুর্ভোগী মানুষের সাথে কথা বলে সেখানকার পুরো বিদায়ি প্রধান ও কাউন্সিল দের সম্পর্কে তাদের ভুমিকা ও কাজ সম্পর্কে কাজের কথা শুনে বিক্ষোভ করেন বালুঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ২/৩/১৪/১৫ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে।