অবতক খবর , শিব শংকর বালুরঘাট :- এক আদিবাসি মহিলাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে দোষী যুবকের কড়া শাস্তি ও আদিবাসি মহিলাদের নিরাপত্তার দাবিতে বিকাল থেকে রাত অবধি পুলিশ ফাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসি সমাজ। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার তপন এলাকার রামপুর পুলিশ ফাড়িতে। যদিও ঘটনার খবর পেয়েই রামপুর ফাড়ি থেকে পুলিশ তদন্তে নেমে যার বিরুদ্ধে নিগৃহিতা আদিবাসি মহিলার অভিযোগ , সেই আইনুল মোল্লাকে আটক করে ফাড়িতে নিয়ে আসে। পরে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে দেখে আটক ওই যুবককে ফাড়ি থেকে সরিয়ে তপন থানায় পাঠিয়ে দেয় রামপুর পুলিশ ফাড়ি। এদিকে উত্তেজিত আদিবাসি সমাজের পুলিশ ফাড়ি ঘেড়াও করে রাখার খবর পেয়ে জেলা সদর বালুরঘাট থেকে রামপুর পুলিশ ফাড়িতে ছুটে যান জেলা পুলিশের ডি এস পি( (ডি এন টি) ও সার্কেল ইনেসপেক্টর। যদিও জেলা পুলিশের ওই দুই উচ্চ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত আদিবাসি সমাজের প্রতিনিধিদের সাথে দফায় দফায় কথা বলে রাত পনে নয়টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হন। তবে আদিবাসি সমাজের লোকজন পুলিশের উচ্চ পদস্থ অফিসারের আশ্বাসের পর পুলিশ ফাড়ি ছেড়ে গেলেও এলাকায় এই ঘটনাকে ঘিরে গভীর রাত অবধি চাপা উত্তেজনা রয়েছে। আগামী কাল ভোরের আলো ফুটলে এই নিয়ে ফের কোন অশান্তির আশংকা করছে এলাকার বাসিন্দারা।
স্থানিও এবং পুলিশ সুত্রে জানা গেছে আজ দুপুর দেড়টা নাগাদ তপন থানার রামপুর এলাকার ১৪ মাইলের ধূলচন্দ্রিয়া এলাকার এক আদিবাসি রমনী তার কোলের শিশুকে নিয়ে স্থানিও উপস্বাস্থ্য কেন্দ্রে যান। শিশুটির চিকিৎসার ব্যাপারে। সেখান থেকে নিজের গ্রামে ফিরে আসার সময় টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। সেই সময় গ্রামের আলের রাস্তার উপর দিয়ে হেটে যাওয়ার সময় ওই আদিবাসি মহিলাকে একা পেয়ে এলাকার আইনুল মোল্লা ( সরকার) নামে এক যুবক তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে ও টেনে হেচড়ে ফাকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ । আদিবাসি মহিলা তাকে বাধা দিতে গিয়ে ধাক্কাধাক্কিতে কোলের শিশুটিকে নিয়েই ধানের জমির জলের মধ্যে পড়ে যান। সেই সময়ও ওই অভিযুক্ত যুবক তাকে শ্লীলতাহানী করে তাকে টানা হ্যাচড়া করে। অভিযোগ টানা হ্যাচড়ায় আদিবাসি মহিলার শরিরের নানান জায়গায় কেটে যায়। এমত অবস্থায় ওই আদিবাসি মহিলা রুখে দাড়ালে অভিযুক্ত যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাকার আফজল নামে এক ব্যাক্তির বাড়িতে আশ্রয় নেয়। অভিযোগ আফজল ওই আদিবাসি মহিলা কে কোন বিচার না করে উলটে তাকে সেখান থেকে চলে যেতে বলে, বলে আদিবাসি সমাজের অভিযোগ।। এরপরেই ওই আদিবাসি মহিলা কাদতে কাদতে তার গ্রামে গিয়ে তার সাথে ঘটা ঘটনার কথা বললে নিমেষেই উত্তেজনা দেখা দেয়। এদিকে গ্রামের ওই শ্লীলতাহানীর ঘটনার খবর রামপুর পুলিশ ফাড়িতে এলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে অভিযোগ পেয়ে পুলিশ গ্রামে ঢুকে ওই অভিযুক্তকে পাকড়াও করে রামপুর পুলিশ ফাড়িতে নিয়ে আসে তখন বিকেল চারটে ।এরপরেই ওই নিগৃহিতার গ্রাম থেকে ওই অভিযুক্তের কড়া শাস্তির দাবির পাশাপাশি আদিবাসি মহিলাদের নিরাপত্তার দাবিতে পুলিশ ফাড়ি ঘেরাও করতে ছুটে আসে। বিকাল সাড়ে চারটে থেকে রাত পনে নয়টা নাগাদ রামপুর পুলিশ ফাড়ি ঘেড়াও করে বিক্ষোভ দেখাতে থাকে তারা।পরে পুলিশের উচ্চপদস্থ অফিসারদের আশ্বাসে তারা ঘেরাও বিক্ষোভ উঠিয়ে নিয়ে গ্রামে ফিরে যায়।যদিও পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত তাদের কাছে এব্যাপারে কোন অভিযোগ জমা পড়েনি। তবে রাত পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।