অবতক খবর , অভিষেক দাস , মালদা :- মালদা জেলাটি তার ভৌগলিক অবস্থান গত কারনে একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি উত্তর বঙ্গের প্রবেশ দ্বার।

বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এবার এই জেলায় ১০১৩ বারোয়ারী পুজোকে পঞ্চাশ হাজার টাকা করে সরকারী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে-বলে জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন।

এই পুজো পরিক্রমায় মালদা জেলা সদর ইংলিশ বাজার শহরের দশটি সেরা পুজোকে তুলে ধরা হয়েছে। যেখানে দেখানো হয়েছে প্রতিমা,মন্ডপ সজ্জা, আলোক সজ্জা, পরিবেশ ও অন্যান্য বিভিন্ন ধরনের শৈলী।

১) শান্তি ভারতী পরিষদ –
এটি একটি অন্যতম সেরা দুর্গা পূজা মালদা জেলার। এবার তার ৫৮তম বর্ষ। প্রতিমা সাবেকী। মন্ডপ সাজানো হয়েছে দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে। যা তৈরির উপাদান বলতে কাপড় ও থারমোকল। সব সরকারি নির্দেশ মেনে এই পুজো হচ্ছে। এ বছর এই ক্লাব বাইরের চাঁদা তোলে নি। সদস্যদের টাকায় এই পুজো।


২) শিবাজী সংঘ –
এবার ৪৪তম বর্ষ। প্রতিমা সাবেকী ধরনের। আলোক সজ্জা এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে চারদিক।
মন্ডপ তৈরি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। এখানেও ব্যবহার করা হয়েছে কাপড় ও থার্মোকলকে।
৩) অনিক সংঘ –
১নম্বর কলোনির এই পুজো এবছর ৬৮তম। বড় মাঠের একপাশে রাজ বাড়ির অনুকরণে তৈরি করা হয়েছে মন্ডপ। প্রতিমা সাবেকী ধরনের। লাইট স্থানীয়।


৪) বালুচর কল্যান সমিতি –
এটি একটি অন্যতম নামী দুর্গা পুজো এই জেলার। প্রশস্ত মাঠে এর প্যান্ডেল তৈরি করা হয়। পুজো আকর্ষণীয় করার সুযোগ এই পুজো উদ্যোক্তাদের রয়েছে। এই বার তাদের পুজো ৫৪তম। পুজোর থিম সাধারণ। এখানে মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। আলো স্থানীয় শিল্পীর।

 

৫) বিবেকানন্দ ক্রীড়া চক্র –
এ বছর ৫৬তম বর্ষ। সাবেকী প্যান্ডেল। এখানে গ্ৰাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। আলোক সজ্জা স্থানীয়।
৬) বাঁশ বাড়ি টাইগার সোসাইটি ও দিশারী সংঘ –
৫৭তম বর্ষ। প্রতিমা সাবেকী ধরনের। মা দুর্গার হাতের সব অস্ত্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে।
৭) গোলাপটি কিশোর সংঘ –
এবছর ১২৩ তম বর্ষ। প্রতিমা সাবেকী। মন্দিরের আদলে তৈরি মন্ডপ। এখানে এলইডি আলোকে ব্যবহার করা হয়েছে।


৮) নয়ের পল্লী –
এই পুজো ৫৩তম বর্ষ এবছর। এখানে বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। আলো স্থানীয়।


৯) নাট মন্দির –
হংস গিরি লেনের প্রতিমা সাবেকী। এখানকার প্যান্ডেলে করোনা সচেতনার বিষয় গুলিকে ফুটিয়ে তোলা হয়েছে।


১০) জন কল্যান সমিতি –
৮৪ তম বর্ষ। প্যান্ডেল এখানকার সাধারণ। লাইট চন্দননগরের। প্রতিমা সাবেকী ধরনের।