অবতক খবর , অভিষেক দাস , মালদা :- বিহার নির্বাচনের ফলাফলের নিরিখেই যে বামফ্রন্ট বাংলায় বিধানসভা নির্বাচনের মডেল গড়বে তা একরকম স্পষ্ট করে দিলেন বিমান বসু। তাঁর বক্তব্য, বিহারে ১৬ টি দলের সঙ্গে যোগাযোগ আছে। নিয়মিত বৈঠক, আলোচনা হয়। মূল বিরোধিতা বিজেপির সঙ্গেই। তবে বিহারে পাশা উল্টিয়ে সরকার গড়ার জন্যে জেডিইউকে যদি এই জোটে সামিল করা যায় , তাহলে যে তাঁর আপত্তি নেই পরোক্ষভাবে সেকথাও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বিমান বসুর পালটা প্রশ্ন, নীতীশ কুমার যে ভাবে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোটে লড়েছে ,সেখানে কী সে বিজেপির সঙ্গ ছাড়বে?
আজ দলীয় কর্মসূচীতে মালদায় আসেন বিমান বসু এবং মহম্মদ সেলিম। দুপুরে মালদার টাউন হলে কর্মী সভা করে সন্ধ্যায় রায়গঞ্জ যাবেন বিমান বসু। মালদায় তিনি মুখ্যত বিহার নির্বাচনের ফলাফল নিয়েই মুখ খোলেন।
পাশাপাশি তিনি জানান, বাংলায় বিধানসভা নির্বাচনে জোট করছেন তাঁরা। এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে লড়াই-এ বিজেপি বিরোধী সব দলকেই স্বাগত জানিয়েছেন তিনি। তাঁর কথায় এখানে লড়াই হবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস ছাড়াও অন্যান্য দল গুলির সঙ্গেও জোট করতে রাজি বামফ্রন্ট। এদিন, বিহার নির্বাচনে মিমের সমালোচনাও করেন তিনি।