অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- মাল মহকুমার নাগরাকাটার জিতি চাবাগানে দুটো হাতির উপস্থিতিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
জানা গিয়েছে, এই হাতি দু’টো জলঢাকা নদী সংলগ্ন চাপরামারি জঙ্গল থেকে বেড়িয়ে সুখানি বস্তি ও নাগরাকাটা চাবাগান হয়ে ভারত ভুটান সীমান্তের জিতি চাবাগানের ৯ নং সেকশনে হাজির হয়। হাতির খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী জনতার ভীড় জমে যায়। হাতির চারদিকে প্রচুর মানুষের ভীড় থাকায় হাতি দু’টো সেখান থেকে যেতে পারছিল না।
সারাদিন দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যেবেলা হাতি দুটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক।