অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- বন্যজন্তুর ও মন আছে।ওরা সবসময় মানুষের ক্ষতি করেনা।অন্তত শুক্রবার রাতের একটি ঘটনায় সেটা আবার প্রমানিত হল। ঘটনাটি ঘটেছে কিলকট চাবাগানের মূর্তি লাইনে।তখন রাত প্রায় সাড়ে বারোটা।শীতের রাতে চাবাগানের শ্রমিক লাইন ঘুমিয়ে পড়েছে।

এমন সময় পার্শবর্তি জঙ্গল থেকে একটি বিশালাকার বুনো হাতি ঢুকে পড়ে মূর্তি লাইনের শ্রমিক মহল্লায়।সেই সময় সুনিল মুন্ডা(১৮) গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।হাতিটি ওদের ঘর ভাঙা শুরু করে।টের পেতেই ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের।পালাবার চেষ্টা করলেও হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে সুনিলকে।তখন কিছু করার ছিলনা।সাক্ষাত মৃত্যুর সামনে সে ভাগবানকে ডাকতে থাকে।হাতিটি সুনিলকে শুঁড়ে পেঁচিয়ে রওনা হয়।কিন্তু কিছুটা দূরে গিয়ে তাকে ছুড়ে ফেলে দিয়ে সোজা হেঁটে চলে যায় জঙ্গলে।এলাকার মানুষ কিছুটা আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে ভর্তি করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে।হাসপাতালের ১১৪ নম্বর বেডে শুয়ে সুনিল জানায় হাতিটি আমাকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছিল।কিন্তু কি মনে করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে।আমার বুকে চোট লেগেছে।