অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- চা বাগানের নালা থেকে একটি পূর্ণবয়ষ্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কালিচিনি ব্লকের রাজাভাত চা বাগানে ।
বুধবার দুপুরে বাগানে কর্মরত শ্রমিকরা ২ নং সেকশনে নালার মধ্যে লেপার্ডের মৃতদেহটি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয় ।ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায় ।
দেখা যায়, আশ্চর্যজনক ভাবে লেপার্ডটির অর্ধেক লেজ নেই এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কিভাবে লেপার্ডটির মৃত্যু হল এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে । যদিও এই বিষয়ে এখন অবধি বনকর্তারা মুখ খোলেননি ।