অবতক খবর,১১ নভেম্বর,বাঁকুড়া:- সাতসকালেই প্রায় 50 টি হাতির একটি দল পাত্রসায়ের থেকে নারায়ন পুর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে দামোদর নদ পেরিয়ে পূর্ব বর্ধমান গোলসি থানার শিল্যা গ্রামের দিকে ঢুকে তান্ডব লীলা শুরু করেছে এলাকার মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আতঙ্কিত হয়ে সকল মানুষ বাইরে বেরিয়ে এসেছেন শিল্যা গ্রামের । তবে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পাত্রসায়র বনাঞ্চলের এলাকার ধান চাষের উত্তর বন বিভাগ সূত্রে খবর এই মুহুর্তে পাত্রসায়ের রেঞ্জে চকপাত্রসায়ের 15 টি হাতির অবস্থান রয়েছে পাশাপাশি বনদপ্তর থেকে সতর্ক করা হয়েছে যে স্থানে হাতি রয়েছে তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের সদা সতর্ক থাকার জন্য ।বনদপ্তর থেকে এও বলা হচ্ছে হাতি যাতায়াতের পথে বাধা সৃষ্টি করা দন্ডনীয় অপরাধ কেউ যদি বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
পাত্রসায়ের পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকার জানান, দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই পাত্রসায়ের বনাঞ্চলের বিভিন্ন প্রান্তে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে