অবতক খবর , গোপাল মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :-
বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রী ভানাথি শ্রীনিবাস জি বলেন বিষ্ণুপুর বিধানসভার দুটি জায়গায় তাদের দলের কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা গুরুতর আহত হয়েছিলেন। সেই দু জনের বাড়ি উনি পরিদর্শন করেন।প্রথমে রঘুদেবপুরে রাধারানী নস্কর এর বাড়িতে যান , রাধারানী নস্করের মাথার পিছনে গুলি লেগেছিল।

দ্বিতীয় তিনি যান মাগুরখালীতে এক অন্তঃসত্ত্বা মহিলার বাড়ি যিনি বেশ কিছুদিন আগে অত্যাচারিত হয়েছিলেন। তার বাড়িতে গিয়ে দেখা করে সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রী ভানাথি শ্রীনিবাস জি এবং তাদের আশ্বস্ত করেন যে ২০২১ সে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসবে , তখনই যারা অত্যাচার করেছে মহিলাদের উপর এবং বিজেপি কর্মীদের ওপর তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার কথা জানান ।

এছাড়াও সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রীর সঙ্গে ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল , বিজেপির ডায়মনড হারবার জেলা সংগঠন সভাপতি উমেষ দাস ,সহ-সভাপতি সুফল ঘাটো আরো অন্যান্য নেতৃবৃন্দ ও বিজেপি কর্মী সমর্থকরা।

রাধারানী নস্কর বলেন যে এই মহিলা মোর্চা সভানেত্রী যেভাবে তার পাশে দাঁড়িয়েছে , সেই জন্য তিনি আজ বেঁচে ফিরেছেন। বাড়িতে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন , পাশাপাশি আগামী দিনে তারা যেন এই ভাবে মানুষের পাশে থাকে সেই কামনা করেছেন ।