অবতক খবর,১৫ আগস্ট: আজ দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ দিতে গিয়ে বলেন, অসমের মাতঙ্গিনী হাজরা পরাক্রম দেখিয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে।’

মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলায় কটাক্ষের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তীব্র সমালোচনায় তৃণমূল কংগ্রেস।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে ট্যুইট করে কুণাল ঘোষ লেখেন, “মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হলেন? নিজে কিছু জানেন না। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এটাই হয়। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারেরও ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া উচিত।”