অবতক খবর,২০ জুন,জলপাইগুড়ি: জল ক্রমশই বাড়ছে তিস্তা নদীতে। বিপদসীমার ওপর দিয়ে জল বয়ে চলায় সোমবার ভোর রাত থেকে তিস্তার দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত‌বর্তী এলাকা পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।

অসংরক্ষিত এলাকায় এই সঙ্কেত জারি করা হয়েছে। পাশাপাশি তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন‍্যদিকে জলঢাকা নদীর অসংরক্ষিতর পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা রয়েছে বলে জানান জলপাইগুড়ি সেচ দপ্তরের সহকারি ইঞ্জিনিয়ার।

তিনি জানান, জল ক্রমশ‌ই বাড়ছে তিস্তা নদীতে। গাজলডোবা ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে বলে জানান। তিনি বলেন, রাতে পাহাড়ে এবং সমতলের বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হ‌ওয়ার জন্য‌ই তিস্তার জল অনেকটা বেড়েছে। বৃষ্টি না হলেও সোমবার সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায়।