অবতক খবর,২৫ নভেম্বরঃ বৃহস্পতিবার দুপুরে জিয়াগঞ্জ থানার ভট্টপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিলো চারজন দুষ্কৃতী।
সূত্রের খবর, জিয়াগঞ্জ ভট্টপাড়ার বাসিন্দা সঞ্জয় যাদব একজন স্বর্ণ ব্যবসায়ী, তার বাড়িতে সোনা মজুত ছিলো ভেবে বৃহস্পতিবার দুপুরে ঢুকেছিলো চারজন দুষ্কৃতী, যাদের মধ্যে একজন তারই পরিচিত। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন সঞ্জয় যাদবের স্ত্রী সাধনা যাদব একলা।
এদিন দুপুরে তাদের এক পরিচিত লোক দরজার বাইরে থেকে ডাকলে দরজা খোলেন সাধনা যাদব এবং চেয়ারে বসতে দেন, তখনই তাদের পরিচিত লোকটি জল খেতে চাই। জল আনতে গেলে তখনই পেছন থেকে সাধনা যাদবের মুখ চেপে ধরে সে। তার হাত বেঁধে বাকিদের ভেতরে ডাকে পরিচিত লোকটি। নিজেদের কাজ চটজলদি শেষ করে সেখান থেকে ছাদে উঠে চম্পট দেওয়ার সময় প্রতিবেশিরা মহিলার চিৎকার শুনে সেখানে আসে এবং দুষ্কৃতীদের ধরে ফেলে। সেখানেই গণধোলাই চলে তাদের, পরে জিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।
জানা গিয়েছে তাদের চারজনের বাড়ি মহারাষ্ট্রে।
জিয়াগঞ্জ থানায় লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসিম খান, লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম প্রসাদ, লালবাগের সার্কেল ইন্সপেক্টর আসেন এবং খতিয়ে দেখেন পুরো বিষয়টি।
ঘটনার তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন।