অবতক খবর,২৫ নভেম্বরঃ শুধু চাকরির ভরসায় বসে থাকলে হবে না । চাকরির উপরে নির্ভর না করে ব্যাবসার উপরে নজর দিক রাজ্যের বেকার যুবকরা। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের শেষে বেকার যুবক দের এই বার্তা দিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ইন্ডিয়ান প্লাস্টিক গেড্রেশনের উদ্যোগে আয়োজিত indplas 2022 এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ সিনহা সহ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সদস্যরা।
মেয়র ফিরহাদ হাকিম জানান যে 1982 সালে যখন তিনি একজন বেকার যুবক ছিলেন। তখন তিনি এই প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরে ছিলেন। তাই তার পরামর্শ বেকার না বসে থেকে চাকরি জন্য নির্ভর না হয়ে এই শিল্প সঙ্গে যুক্ত হন নতুন ব্যবসায় ঝুকিদার রা। অনুষ্ঠান চলাকালীন তিনি প্লাস্টিক শিল্প সঙ্গে মানুষ দের উৎসাহিত করতে গিয়ে বলেন যে যারা ভীতু তারা চাকরি দিকে যায়। আর যাদের বুক 72 ইঞ্চির তারা ব্যাবসা করেন। এদিন Indplas 2022 এর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিদর্শিনী ঘুরে ও দেখেন কলকাতা পৌর সংস্থার মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।