অবতক খবর,১ ডিসেম্বর : আজ নৈহাটিতে বড়কালী পুজো সমিতির উদ্যোগে, ২০২২-এর বাঙালির পূজোর মরশুমের শেষে ভোগ বিতরণ করা হলো। আজ থেকে বড়মার মন্দিরে নিত্য পূজোর শুভ সূচনা হতেচলেছে। তাই পুজো শুরু হওয়ার প্রাক্কালে মন্দির প্রাঙ্গনে খিচুড়ি ভোগ খাওয়ানো হলো। প্রায় পাঁচ থেকে সাত হাজার ভক্তদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে। মন্দির প্রাঙ্গণের অরবিন্দ রোডের রাস্তার দু’ধারে বসে অগণিত ভক্তগন প্রসাদ গ্রহণ করেন। ভক্তগণরা তাদের বড়মার প্রসাদ পেয়ে প্রচন্ড আপ্লুত। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে নৈহাটি বড়কালী পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, আজকের এই দিনে সমস্ত ভেদাভেদ ভুলে একত্রে সুশৃংখল বদ্ধ হয়ে রাস্তার দু’ধারে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেছেন কয়েক হাজার মানুষ।