অবতক খবর, ২ ডিসেম্বরসঃঃ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগর আসন্ন গঙ্গাসাগরের মেলা, আগেই বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম উন্নয়নের সাথে সাথে হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষের পথে। গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের ঢিল ছোঁড়া দূরত্ব তৈরি হচ্ছে হেলিপ্যাড। বিগত দিনে অস্থায়ী হেলিপ্যাডে মেলার সময় অ্যাম্বুলেন্স হিসাবে আসা হেলিকপ্টারগুলো কি ব্যবহার করতে হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে স্থায়ী হেলিপ্যাড। এবছর সাগরমেলার সময় এই স্থায়ী হেলিপ্যাডের শুভ উদ্বোধন হবে। হেলিপ্যাড তৈরির কাজে নিযুক্ত থাকা ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে হেলিপ্যাড তৈরীর নিয়ম অনুসারে মূল হেলিপ্যাডের দুদিকে দুটি হেলিপ্যাড তৈরি করা হয় যার দৈর্ঘ্য প্রস্থ মূল হেলিপ্যাডের সমান।

অন্যদিকে কচুবেড়িয়া থেকে আটে নম্বর হারু পয়েন্ট পর্যন্ত হুগলি নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে সমানতালে। যার ফলে মেলার সময় ভাটার সময় ভেসেল চলাচল করতে পারবে বলে মনে করা হচ্ছে। গত প্রাকৃতিক বিপর্যয়ের সময় কপিল মুনির মন্দির সম্মুখস্থ নদীর ধার গুলিতে কাজ শুরু হয়েছে।

নদীর ধারে পাইলিনের সঙ্গে সঙ্গে উন্নত মানের খাঁচা ব্যবহার করা হচ্ছে বলে জানালেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদো মন্ডল।