যেমন দেখছি
তমাল সাহা
১) বিপ্লবী ঠোকাঠুকি
ধর্মকে গিলছে রাজনীতি না
রাজনীতিকে গিলছে ধর্ম?
ময়দানী বিপ্লবীদের ঠোকাঠুকি
যে যার করে যাচ্ছে কর্ম!
২) গোঁসা
এক দলের খুব গোঁসা হয়েছে
তারা বলছে
বিচারক রাখছে না আদালতের সম্মান।
অথচ তারা বলছে না
শাসক প্রজন্মকে করেছে অপমান
এই শাসক নিশ্চিত দুর্নীতিগ্রস্ত
ভেঙে হোক খান খান!
৩) গাত্রদাহ
ঢাকি ধেড়ে ইঁদুর বড় মাথা–
এসব গায়ে লাগছে কার?
ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি
তাহলে তো করে নিচ্ছ স্বীকার!
৪) বল দুপ্রকার
ফুটবল খেলা হচ্ছে কাতারে।
বোম-বল খেলা হচ্ছে ভাটপাড়া ভাঙ্গর ভাতারে!
ফুটবলে এখনো মরেনি কেউ
এখানে মরণে লেগেছে ঢেউ।
৫) ফুল
এদিকে ঘাসফুল ওদিকে পদ্ম ফুল।
আমরা নির্বোধ জনগণ দেখছি সর্ষেফুল!