অবতক খবর,৯ ডিসেম্বরঃ ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দুইটি সোলার পাম্প বসানো হয়েছিল যার মধ্যে একটি হোসেনপুর আর অন্যটি সুভাষ নগর এলাকায় বসানো হয় । কিন্তু এই দুইটি সোলার পাম্পের মধ্যে একটি যা সুবাস নগরে অবস্থিত, সেই পাম্পটি দীর্ঘদিন ধরে খারাপ থাকার কারণে পরিশুদ্ধ পানীয় জল বাসিন্দারা পাচ্ছেন না বলে অভিযোগ ।

স্থানীয় বাসিন্দা মোনা সিং ও মঞ্জুর জানান ওই সোলার পাইপটি প্রায় দুই বছর আগে বসানো হয়েছিল এলকার লোকেরা যাতে করে পরিশ্রুত পানিও জল পেতে পারে, বসানোর কিছু দিন পরে থেকেই পাইপ লাইনের কলগুলি ভেঙে যাবার কারণে , সমস্যার সৃষ্টি হচ্ছে ও তারা পানিও জল পাচ্ছেন না। স্থানীয় মহিলা লতা ধর ও শুভ্রা দাস বলেন পরিশুদ্ধ পানীয় জল না পাবার কারণে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে কে বা কারা এই সোলার পাম্পের পাইপ লাইনের কলগুলি ভেঙ্গে দেয়, যার কারণে এইধরনের সমস্যা হচ্ছে। তারা চান দ্রুত এই কলগুলি ঠিক করে দেওয়া হোক যাতে তারা পানিও জল পান । এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গুরুদা শাহ এই কথা শিকার করে নিয়েছেন এবং বলেন হোসেনপুর এলাকায় সোলার পাম্প ঠিক থাকলেও সুভাষ নগর এলাকার পাম্প টি খারাপ পড়ে রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ করে বলেন নিম্নমানের কাজ করার জন্যই সম্ভবত এরকম অবস্থা হয়েছে । তিনি বলেন যে পাইপলাইন দিয়ে পরিশুদ্ধ জল পাওয়া যায় সেই পাইপ লাইন যেসব কলগুলি রয়েছে সেগুলি এতই নিম্নমানের যার ফলে নল গুল ভেঙ্গে গেছে। তিনি বলেন জলসম্পদ দপ্তর এর উপর রক্ষণাবেক্ষনের দায়িত্বে রয়েছে, তিনি বলেন এলাকার মানুষরা ভালোভাবে যাতে পানিও জল পান তার জন্য তিনি পৌরসভার চেয়ারম্যান কে জানিয়েছেন এবং পৌরসভার চেয়ারম্যান লিখিত আকাল পিএচিকে জানাবেন।