অবতক খবর,১২ ডিসেম্বরঃ সিবিআই হেফাজতে মৃত্যু হল বগটুই গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের । গত চার ডিসেম্বর তাকে ঝাড়খণ্ডের পাকুর থেকে গ্রেপ্তার করেছিল সিবিআই। রামপুরহাট সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে অফিসে ছিল সে। সেখানে তাকে জেরা করছিল সিবিআই আধিকারিকরা। সিবিআই এর দাবি বাথরুমে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন শেখ। তবে মৃতের স্ত্রী রেশমা বিবি জানান তার স্বামীকে খুন করা হয়েছে। এই ঘটনাই ফের সরগরম রাজ্য রাজনীতি। লালন শেখের মৃত্যুর খবর পাওয়ার পর যাতে নতুন কোন অশান্তি না ছাড়াই তার জন্য বক্রগ্রাম ঘিরে ফেলেছে পুলিশ।
লালন শেখের পরিবারের লোকেরা রামপুরহাট থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি লালন শেখকে সিবিআই মেরে ফেলেছে এর উপযুক্ত শাস্তি চাই বিচার চাই। লালন শেখ এর কাছে কোন রকম প্রমাণ পায়নি বলেই সিবিআই তাকে খুন করেছে। এদিকে লালন শেখে আজ তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে ঘোরানো হয়েছে সে সময় লালন শেখার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার ওপর এতটাই অমানবিক অত্যাচার করা হয়েছে যে সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, এমনই অভিযোগ পরিবারের লোকের।