অবতক খবর,১৩ ডিসেম্বরঃ বারাসতের কলোনি মোড় থেকে চাঁপাডালি পর্যন্ত উড়ালপুলের সংস্কারের কাজ শুরু হবে ১৫ ডিসেম্বর। তাই ১৫ ডিসেম্বর থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে উড়ালপুল। ও দিকে ব্রিজ দিয়ে যাতায়াত করা সমস্ত বাস ও অটো ডাকবাংলো মোড় হয়ে ঘোরানো সম্ভব নয়। তাতে শহরের যানজট আরও বাড়বে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাই ব্রিজের এ পারে ব্যারাকপুর, নৈহাটি, জাগুলিয়ার যে তিনটি রুটের বাস চাঁপাডালি বাসস্ট্যান্ডে থাকত, সেগুলি ব্রিজের ও পারে ময়নার পুলিশ সুপারের অফিস বা ফায়ার ব্রিগেডের মাঠে রাখা হবে। অর্থাৎ ব্রিজে ওঠার আগেই শেষ হবে তিনটি রুট। ছোট গাড়ি নিয়েও ভাবনাচিন্তা চলছে।শহরের যানজট এড়াতে বাম জমানায় চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত ১১ নম্বর রেলগেটের উপর দিয়ে উড়ালপুলটি তৈরি হয়েছিল।

তারপর এই রেলব্রিজের একাধিকবার সংস্কার হয়েছে। চাঁপাডালি থেকে এই উড়ালপুল ধরে সহজেই ব্যারাকপুর, নৈহাটি, বড় জাগুলিয়া যাওয়া যায়। বাস চলে তিনটি রুটের। এ ছাড়া প্রতিদিন কয়েক হাজার অটো, টোটো, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক চলে।দ্রুত এই উড়ালপুলের সংস্কারের প্রয়োজন বলে জেলা প্রশাসনকে রিপোর্ট দিয়েছিল রাইটস। উড়ালপুলের বিয়ারিং পরিবর্তনের কাজ শুরু হচ্ছে এই উড়ালপুলো সুপারিশ করা হয়েছিল রিপোর্টে। রাইটসের রিপোর্ট হাতে আসার পরেই উড়ালপুল সংস্কারে উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। তারপরেই ১৫ ডিসেম্বর থেকে এক মাস উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে জেলা প্রশাসন এবং পুলিশের বৈঠকও হয়েছে সম্প্রতি।

উল্লেখ্য, কয়েক মাস আগে এই রেলব্রিজের গার্ডার সংস্কারের কাজ হয়েছিল। সম্প্রতি রাইটস রিপোর্টে জানিয়েছে ব্রিজের ২৩৬টি বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে এই বিয়ারিং পরিবর্তন না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাইটসের রিপোর্ট পেয়েই পূর্ত দপ্তর জেলা প্রশাসনকে এক মাস ব্রিজ বন্ধ রাখার আবেদন করেছে।বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, ‘বারাসতের রেলের উড়ালপুলের সংস্কারের কথা পূর্ত দপ্তর থেকে জানানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হবে।’ নতুন বছরের ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই কাজ শেষ করতে চায় পূর্ত দপ্তর।