অবতক খবর,১৫ ডিসেম্বরঃ প্রশাসনের রিপোর্ট অনুসারে ৩৫টি বাড়ি পুরোপুরি ভস্মিভূত হয়ে গিয়েছে আরও বেশ কয়েকটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত । এলাকার একটি বিদ্যালয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা । প্রত্যেকেই হারিয়েছে অল্প অল্প করে জমানো সঞ্চয় এর অর্থ, অলংকার, জিনিসপত্র । বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা ও অস্থায়ী ত্রাণ শিবির ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ও বাড়িঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত পরিবার গুলির খাবারের দায়িত্ব নেওয়া হয়েছে হাবরা পুরসভার তরফে ।