অবতক খবর,১৬ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ রুবেলা ভ্যাকসিন নিয়ে আজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এদিনের প্রশিক্ষণ শিবিরে মন্তেশ্বর ব্লক এলাকার বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, গ্রাম পঞ্চায়েতের প্রধান , স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানান, আগামী ৯ই জনুয়ারি থেকে নয় মাস থেকে পনেরো বছর বয়স অবধি ছেলেমেয়েদের রুবেলা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এ বিষয়ে স্কুলে ভ্যাকসিন নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। এর উপকারিতা এবং না নিলে কি অসুবিধা হতে পারে সে বিষয়ে অভিভাবকদের বোঝানোর জন্য বলা হয়েছে।