অবতক খবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি এবং সার, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল । মঙ্গলবার পিপলন পঞ্চায়েতের বামুনিয়া বাজার থেকে ইচু বাজার পর্যন্ত একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। সাইকেল মিছিলটি বাবুনিয়া বাজার থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার পরিক্রমা করে মিছিলটি ইচু বাজারে এসে শেষহয়। ইচু বাজারে একটি প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃত্ব পেট্রোল ডিজেল রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্প গুলি তুলে ধরেন। নেতৃত্বে ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহম্মেদ হোসেন শেখ ব্লক তৃণমূল যুব সহ-সভাপতি রাকিবুল হক শাহ, পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শরিফউদ্দিন ও মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল সহ আরও অনেকে।