অবতক খবর,৩১ ডিসেম্বরঃ দেখতে দেখতে আরও একটা বছর শেষের মুখে। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই ২০২২ শেষ দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৩ এ এর আগের আগমনের সময়ের অপেক্ষা। ফেলে আসা বছরে একাধিক বড় ঘটনা দুর্ঘটনা রাজনীতিতে অনেক কিছু দেখেছে রাজ্যবাসীর গোটা দেশবাসী। খুশির খবরের পাশাপাশি রয়েছে মন খারাপের কিছু ঘটনা। কিছু ঘটনা সাক্ষী রয়েছে রাজ্যবাসী। বছরের শেষ লগ্নে এমনই গুরুত্বপূর্ণ সেই সব খবর নিয়ে ফিরে দেখা অবতকের পর্দায়।

বছরের প্রথম দিনে এই রাজ্যের আয়োজিত হয় যার পুরো নিগম ভোট গণনা হয় বিধান নগর চন্দননগর আসানসোল ও শিলিগুড়ি পুরো নিগম। চারটি পুরনিগমের ভোটে সবুজের ঝড় বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে চার পুরনিগমই দখল করে রাজ্যের শাসক দল তথা তৃণমূল সরকার।

তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুন। সেই খুনের পর রাতে গ্রামের দশটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসে। আগুনে পুড়ে দশ জনের মৃত্যু হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করে সিবিআই। সম্প্রতি সেই প্রধান অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করা হয়। তবে সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হয় তার যার নতুন করে তদন্তভার নিয়েছে Cid।

২৩ শে জুলাই এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। দিনভর তার বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। সূত্রে দাবি তদন্তের সহযোগিতা করছিলেন না তিনি। পরের দিন সকালে তাকে গ্রেফতার করা হয়।সেইসঙ্গে উদ্ধার হয় তার ঘনিষ্ঠের ঘর থেকে কোটি কোটি টাকা যা রাজ্য তথা দেশ এর আগে এত টাকা উদ্ধার হতে দেখেনি।

গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।গরু পাচারের ঘটনায় তার প্রত্যক্ষ যোগ রয়েছে বলেই মনে করেছেন তদন্তকারীরা, পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে।

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর। পুত্রবধূ অনুসূয়া ঘোষিতভাবে চাকরি পেয়েছে এমনভাবেই নাম জড়িয়ে পড়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক এর মেয়ের। এই ঘটনায় তদন্ত করছে সিআইডি।

ডিসেম্বর! কারণ ডিসেম্বরে অনেক তারিখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ২৫ ডিসেম্বর এবং থার্টিফার্স্ট নাইট সাধারণত আমরা মনে রাখি। কিন্তু এই ডিসেম্বর নিয়েই নিদান দিতে শুরু করেছিলেষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তিনটি তারিখ বলেছিলেন এবং বলেছিলেন ওয়েট এন্ড ওয়াচ! সেইদিন পেরিয়ে গেছে। ডিসেম্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তিনজনের।

এই ডিসেম্বরেই আবার একটুখানি সুখবর হয়েছিল শাসক শিবিরের কাছে। একসময় দেখা যেত রাজ্যপালের সঙ্গে সরকারের মতবিরেদ কখনো টুইটে কখনো বা সামনাসামনি না হওয়া সেই রাজ্যপাল যখন উপরাষ্ট্রপতি হলেন ঠিক সেই সময় নতুন রাজ্যপাল পেল বাংলা। রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস।