অবতক খবর,৪ ডিসেম্বরঃ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা চলবে না বললেন সাংসদ সৌগত রায়।নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস। রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায় সাংসদের মন্তব্যে। নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলের ৭৩ তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের উৎকর্ষ এবং দাতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষক শিক্ষিকা দের উদ্দেশ্য তাদের কড়া বার্তা দিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ সাংসদ সৌগত রায় বলেন সরকার কোষাগার এত টাকা খরচ করে মাইনে দিচ্ছেন। তার বিনিময়ে সমাজকে সরকার কতটা দিতে পারছে ভাববার দরকার আছে ।মঞ্চে উপস্থিত ব্যারাকপুর ডিআই এবং এ আই অফ স্কুলের পরিদর্শকরা।
আদর্শ শিক্ষক শিক্ষিকা বড় ই অভাব। শিক্ষকরা সমাজে মানুষ গড়ার কারিগর। শিক্ষায় অনেক উন্নত হয়েছে ।সত্যি নিষ্ঠা নিয়ে পড়ান? স্কুলের বাইরে কতটা সময় দেন দুর্বল ছাত্র দের। কতটা সাহায্য করেন। এত বছরে টিউশন বন্ধ করতে পারিনি ।শিক্ষা পরিমন্ডলে সমাজের ব্যর্থতা।নিন্দা করছি না। নিন্দনীয় ব্যাপার ।ভাববার দরকার আছে ।সরকার কোষাগার গিয়ে এতটাকা খরচ করে মাইনে দিচ্ছেন। তার বিনিময়ে সমাজকে কতটা দিতে পারছে ভাববার দরকার আছে ।নিউ বারাকপুর ১ নম্বর ছেলেদের স্কুল। বয়েজ হাই স্কুল। শিক্ষা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। উদ্বাস্তু ছেলে মেয়েদের শিক্ষিত করতে হরিপদ বিশ্বাস অনেক শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছেলে মেয়েরা দেশ বিদেশে রয়েছেন। হরিপদ বিশ্বাস কে প্রথম কৃতিত্ব দিতে হবে। বয়েজ হাই স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ অনিরুদ্ধ বিশ্বাস একজন আদর্শ শিক্ষক। কলোনীর এক নম্বর স্কুল থাকতে পারে চেষ্টা করতে হবে। শ্রেষ্ঠ স্কুল। কিছু নীতি আদর্শ মেনে চলছে। ছাত্র দের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। আর্শীর্বাদ করেন সাংসদ।সাংসদ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি বা বাজে রাজনীতি করা চলবে না। সরকার অনেক কষ্ট করে মাইনে দেন। যারা করছেন তারা বিরত থাকুন। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডিআই শান্তনু সিনহা, সহকারী বিদ্যালয়ে পরিদর্শক সুদেষ্ণা চন্দ, সঞ্জীব ব্যানার্জি, অমিত সাহা, পানিহাটি সার্কেল বিদ্যালয়ে পরিদর্শক আত্রেয়ী মল্লিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর, বিদ্যালয়ের পৃষ্ঠপোষক সমাজসেবী সুখেন মজুমদার, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি।এদিন বিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের বিভিন্ন উৎকর্ষ ও দাতা পুরস্কার প্রদান করা হয়।সকালে প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার। বিদ্যালয়ের ছাত্র দের হাতের কাজের প্রদর্শনী স্হান পায় এদিন ।