অবতক খবর,৫ জানুয়ারি : প্রাথমিকে আরও ৫৯ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি ছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এই নির্দেশ দেন। এর আগে বুধবারই ১৪০ জনের চাকরি বাতিল করার নির্দেশ বহাল রেখেছিলেন তিনি। ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকেই মান্যতা দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্ট এই মামলায় চাকরি থেকে বরখাস্ত হওয়া প্রার্থীদের পার্টি করার নির্দেশ দেয়। সেইমতো ফের সিঙ্গল বেঞ্চে চাকরি প্রার্থীদের আর্জি জমা পড়ে। বুধবার ১৪০ জনের মামলা শোনা হয়। ১৪০ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে হাইকোর্ট। বুধবারই ৫৯ জনকে হলফনামা দিতে বলা হয়েছিল। এদিন সেই ৫৯ জনের মামলা শোনা হয়। তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে আদালত।
পর্ষদ এক নম্বর বাড়িয়ে তাঁদের চাকরি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। সমস্ত নথি দেখে বিচারপতি ১৪০ জনেরও চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। আরও যে ৫৯ জনকে বৃহস্পতিবার হলফনামা দিতে বলা হয়েছিল, তাঁদেরও এদিন চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল আদালত। এই নির্দেশের পর আবারও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা রয়েছে। তবে এখনও কোনও প্রার্থী এই নির্দেশকে চ্যালেঞ্জের পথে হাঁটেননি।