অবতক খবর,৬ জানুয়ারিঃ আজ শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‌চুরিও করছে। আর নেতাদের বাঁচাতে বিক্ষোভও দেখাচ্ছে। নেতারা চুরি করলে গ্রেফতার করতে দেওয়া হয় না। চুরি করে মেনে নিচ্ছেন। কিন্তু নেতাদের বাঁচাতে চোখ রাঙাচ্ছেন। সারা দেশের কাছে বাংলা কলঙ্কিত হচ্ছে।’‌

দিলীপ ঘোষ বলেন, ‘‌এখানে তদন্ত করতে দেয় না। চুরির দায় ধরা পড়লে ধরতে দেয় না। সারা দেশে বাংলার নাম দুর্নীতির আখড়া বলে পরিচিত। পার্টির নেতারা চোর। মেনে নিয়েছে চুরি হয়েছে। শাস্তি যাতে না হয়, তার জন্য চেষ্টা চলছে। সিবিআই–সহ সবাইকে কড়া চোখ দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে।’‌ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও।

মিড ডে মিলে মাংস ভাত খাওয়ানো নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “ভোট এলে মনে পরে। উনি এভাবেই সব ইলেকশন জিততে চান। এবার আর সেটা হবে না। ভোটের আগে মানুষের কষ্ট মনে পরে। অন্য সময় ভুলে যান, এটা বাংলার মানুষ ইতিমধ্যেই লক্ষ্য করেছেন।”