অবতক খবর,৬ জানুয়ারি,চাঁচল: এই প্রথম চাঁচোল মহকুমায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের সহযোগিতায় শুরু হলো আয়ুষ মেলা। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের স্কুল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি ও মহাকুমা শাসক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।
আয়ুষ হল বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত, স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে। দামি ওষুধ নয়, শরীর সুস্থ রাখতে কাজে লাগবে আয়ুর্বেদ! পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রথম মালদের চাঁচলে আরম্ভ হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা। এদিন মেলার শুভ সূচনার আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা গোটা শহর পরিক্রমা করে এসে আবার মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। তারপর চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী মুক্ত মঞ্চে ফিটে কেটে ও প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা মহিলা চিকিৎসক পাপড়ি নায়েক, চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়, বিডিও সমিরন ভট্টাচার্য, চাঁচল ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন মেলা প্রাঙ্গণে আয়ুর্বেদ সংক্রান্ত মোট ২৫ টি স্টল খোলা হয়। শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত এই তিন দিন ব্যাপী চলবে মেলা। মেলাকে ঘিরে রয়েছে রক্তদান শিবির থেকে শুরু করে নানান সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।