অবতক খবর,৬ জানুয়ারিঃ এতদিন ধরে মানুষেররাই কেবল বনভোজন করে আসছে। আর সেই বনভোজনে স্বয়ং ঠাকুর গোপাল উপস্থিত হয়ে এলাকায় তাজ্জব বানিয়ে দিয়েছে ।এমনই নজির প্রথম বর্ষের অভিনব ঠাকুর গোপালকে নিয়ে বনভোজনের আয়োজন করতে দেখা গেল নৈহাটিতে। ৩৬ টি গোপাল ঠাকুর নিয়ে নৈহাটি এক নম্বর বিজয়নগরের এলাকার বাসীরা । সকালে নগর ভ্রমণ করে তাদের প্রিয় গোপাল কে নিয়ে গেলেন তাদের বনভোজন আয়োজনের স্থলে। সারা দিন ধরে চলল এরপর সংকীর্তনের মাধ্যমে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে নাম সংকীর্তন এর মাধ্যমে বনভোজনে গোপালের কাছে ভোগের আয়োজন করলেন।

তবে বনভোজনের আয়োজন তো আমরা সর্বদাই দেখে থাকি কিন্তু গোপাল ঠাকুর কে নিয়ে বনভোজন এই বছর প্রথম নৈহাটিতে গোপালকে নিয়ে বনভোজন নৈহাটি বাসিন্দাদের কাছে আজীবন দাগ কেটে থাকবে।