অবতক খবর,৭ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লকের পিপলন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন শতাব্দীর পাঁচদিনের সহরায় পরব উৎসব নাচ গান আনন্দ উৎসাহের মধ্য দিয়ে আজ শুরু হয়।

এই পরব উৎসবের প্রধান উদ্যোক্তা রুপ মর্মূ জানান পিপলন আদিবাসী মারাংবুরু ক্লাবের উদ্যোগে আয়োজিত সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় প্রতিবছরের মতন পৌষ মাসের শেষের দিকে মারাংগুরু উৎসর্গ করে মাদল ধামসা করতাল বাজিয়ে পুরুষ মহিলার র‍্যালির মধ্য দিয়ে পাঁচ দিনের সহরায় পরব উৎসব শুরু হয়। এই পরব উৎসব শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শরিফুউদ্দিন সহ এলাকার বিশিষ্টজনেরা।

উদ্যোক্তারা আরো জানান এই পরব মূল আকর্ষণ হল আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের যত দূরে বিবাহ হোক না কেন এই পরব উৎসবে মেয়ে জামাইকে আসতেই হবে ।ও পরব উৎসবে প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন আসে। ছোট থেকে বড় সবাই নতুন জামা কাপড় পড়ে , ভালো ভালো নতুন নতুন খাবার খাওয়া হয়। এবং পরব উৎসবের প্রত্যেকপাঁচদিন নাচ গান অংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সারা বছরে এই জন্য অপেক্ষা করি বলে জানান উদ্যোক্তারা।